মোঃ সাইদুর রহমান শরীফ, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে ইসলামী ব্যাংকের চকবাজার শাখা থেকে প্রায় দেড়শ’ ভরি স্বর্ণ গায়েবের ঘটনায় ৫ দিন পর অবশেষে থানায় মামলার আবেদন করেছেন মালিক।
সোমবার (৩ জুন) রাতে চকবাজার থানায় ইসলামি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা আবেদন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দীন আকবর।
আবেদনে আসামিরা করা হয়েছে- ব্যাংক ব্যাপস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাউলা, সিইও এফসিএস কোম্পানি সেক্রেটারি জে. কিউ. এম হাবিবউল্লাহ, চকবাজার শাখার ব্রাঞ্চ ম্যানেজার এস.এম শফিকুল মাওলা চৌধুরী ও লকার অফিসার ইউনুসকে।
জানা যায়, স্বর্ণের মালিক রোকেয়া বারী নগরের চট্টেশরী রোডের বিটিআই বেভারলী হিলসের বাসিন্দা। নগরের চকবাজার এলাকার ইসলামী ব্যাংকে গত ২৯ মে লকার খুলে তিনি দেখতে পান সেখানে সংরক্ষিত স্বর্ণ নেই। পরে তিনি চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে।
রোকেয়া বারীর ছেলে ডা. রিয়াদ মো. মারজিক জানান, ইসলামী ব্যাংকের লকারে প্রায় ১৬১ ভরি স্বর্ণ ছিল। তার মধ্যে ১৪৯ ভরি স্বর্ণ গায়েব হয়েছে। আমরা আজ চকবাজার থানায় দন্ড বিধি ১৮৬০ এর ৩৭৯,
৩৮০, ৪০৬, ৪০৯ ও ৩৪/১০৯ ধারায় মামলার আবেদন করি।
জানা গেছে, গায়েব হয়ে যাওয়া মোট ১৪৯ ভরি স্বর্ণের মধ্যে রয়েছে ৬০ ভরি ওজনের ৪০ পিস হাতের চুরি (বড় সাইজ), ২৫ ভরি ওজনের গলা ও কানের অলংকার, ১০ ভরি ওজনের একটি গলার সেট, ২৮ ভরি ওজনের ৭টি গলার চেইন, ১৫ ভরি ওজনের ৪টি আংটি এবং ১১ ভরি ওজনের ৩০ জোড়া কানের দুল।