
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ ৪র্থ ধাপের নির্বাচনের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চ তিন প্রার্থীর পক্ষে বৈধতার রায় ঘোষণা দিলেন। উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন মৃধা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী বেগম প্রার্থীতা ফিরে পেল। প্রার্থীতা ফিরে পেয়ে চেয়ারম্যান প্রার্থী তাৎক্ষনিক হেলিকপ্টার যোগে সন্ধ্যা ৬টায় গলাচিপা হয়ে রাঙ্গাবালীর উদ্দেশ্যে রওয়ানা দেন।
এসময় তার সমার্থক নেতাকর্মীরা প্রার্থীকে ফুলেল শুভেচছা জানান।উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাইদুজ্জামান মামুন, আমি যাতে নির্বাচনে সাভাবিক পথ চলাটা না চলতে পারি সেই দিকে একটা শ্রেণি সবসময়ই কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতার একটি অংশ আমি মনে করি একটা শ্রেণী এ কাজটা করেছেন এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশের সর্বোচ্চ আইন আমাকে প্রার্থীতা ফিরিয়ে দিয়েছে। আমি পাঁচ তারিখের নির্বাচনে সর্বত্রভাবে অংশগ্রহণ করতে চাই এবং আমাদের বিজয় সুনিশ্চিত।