ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠের চারপাশে বাউন্ডারী ওয়াল নির্মানে চর অসন্তোষ এলাকাবাসী সহ তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা।
তাদের অসন্তোষ ও ক্ষোভ ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও থেমে নেই বিদ্যালয়ের বাউন্ডারী ওয়াল নির্মান কাজ।জানা যায়, ফুলবাড়ীতে একমাত্র খেলা ধুলা করার জন্য ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ টি ব্যবহার করে আসছে ছেলে মেয়েরা।
এই মাঠ ব্যাতীত ফুলবাড়ীর আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে নেই কোন ফাকা স্থান কিংবা খেলার মাঠ। তাইতো বিকালে বিদ্যালয় ছুটির পর স্থানীয় ছেলে মেয়েরা এই মাঠে ফুটবল, ক্রিকেট, ভলিবল সহ বিভিন্ন ধরনের খেলা ধুলায় মেতে উঠে। এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই করা হয়। উপজেলার সরকারী বেসরকারী বিভিন্ন ধরনের খেলা ধুলার ভেন্নু এই মাঠে অনুষ্ঠিত হয়। গ্রামের শত শত মানুষ মাঠের চারপাশে বসে থেকে খেলাধুলা উপভোগ করেন।
এই মাঠে বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাউন্ডারী ওয়াল নির্মানের কাজ শুরু করেছে। কোমলমতি শিক্ষার্থী সহ সচেতন মহল বলছে এই বিদ্যালয়ের চারপাশের বিদ্যালয়ের ভবন রয়েছে শুধু রাস্তার পাশে বাউন্ডারী ওয়ালটি নির্মান হলে এখানে আর খেলাধুলা করতে পারবে না ছেলে মেয়েরা।
এছাড়াও ঐতিহ্যবাহী বিদ্যালয়টি হারিয়ে ফেলবে তার সৌন্দর্য। তাইতো সকলের সচেতন মহলের দাবী জছিমিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের এই মাঠে বাউন্ডারী ওয়াল নির্মান না করে অনেক ঝুকিপূর্ন বিদ্যালয় রয়েছে এই উপজেলায়, সেই ঝুকিপূর্ন বিদ্যালয়ে কাজ করা হোক।