৯ দিন পর ধানক্ষেতে উদ্ধার করা হয়েছে তার মরদেহ
টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়া পূর্বপাড়া এলাকার এক ধানক্ষেত থেকে বস্তাবন্দি দ্বিখণ্ডিত অবস্থায় এক শিশু মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মৃতদেহটি নিখোঁজ মাদ্রাসা ছাত্রী নওশিন ইসলাম শর্মিলার (১০)।
গত ২৬ মে দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় নওশিন। পরে তার বাবা সুমন মিয়া থানায় সাধারণ ডায়রি করেন।
স্থানীয়রা বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশে খবর দেয়
আজ সকালে ধানক্ষেতে কাজ করার সময় স্থানীয়রা ওই বস্তাবন্দি মরদেহ দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পরিবারের দাবি, শিশুটিকে হত্যা করা হয়েছে
নিহতের বাবা সুমন মিয়া দাবি করেছেন, তার মেয়েকে কেউ হত্যা করেছে। তিনি কারো সাথে শত্রুতা ছিল না বলেও জানান।
পুলিশ তদন্ত শুরু করেছে
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে।
নিহত শিশু নওশিন ইসলাম শর্মিলা স্থানীয় হাফিজিয়া মাদ্রাসা ও নুরানী কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।