দাগনভূঞায় ভিটামিন এ খেল
৪৫ সহস্রাধিক শিশু।
দাগনভূঞায় ৪৫ হাজার ৭শ ২৮ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন এ প্লাস ক্যাপসুল। শনিবার (১ জুন) সকালে জাতীয় ভিটামিন ’এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কমপ্লেক্স প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিবেদিতা চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসাররাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম জানান, লক্ষ্যমাত্রা (৬-১১) মাস বয়স শিশুদের নীল রংয়ের ক্যাপসুল ৬০৬৯
ও প্রতিবন্ধী ৩২ জন। খাওয়ানো হয়েছে (৬-১১) মাস বয়স শিশু ৫৯৩৪, প্রতিবন্ধী ২৮ জন। লক্ষ্যমাত্রা (১২-৫৯) মাস বয়স শিশুদের লাল রংয়ের ক্যাপসুল ৪০৪৪৭, প্রতিবন্ধী ৫৩ জন। খাওয়ানো হয়েছে (১২-৫৯) মাস বয়সী ৩৯৭৯৪ জন এবং ৫৬ জন প্রতিবন্ধীকে। ওইদিন সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত ১৯৩টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।