মোঃ সাইদুর রহমান শরীফ,বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী মার্কেটের পেছনে চাড়িয়াপাড়া বরফকল এলাকায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. নুরুল আজিম (১৮) নামের এক কিশোর খুন হয়েছে। সোমবার (৩ জুন) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন তরুণকে গ্রেফতার করেছে।
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী জানান, রাত সাড়ে ৯টার দিকে আজিম চাড়িয়াপাড়া এলাকায় একা দাঁড়িয়ে ছিল। এসময় ৮/১০ জন তরুণ এসে তাকে ছুরিকাঘাত করে। এতে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে ছুরিকাঘাতকারী তরুণসহ তিনজনকে আটক করে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে।
হামলাকারী ও নিহত তরুণের মধ্যে কী নিয়ে বিরোধ ছিল, কেন হামলা করা হয়েছে সেটা পুলিশ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।
চমেক হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আগ্রাবাদ চৌমুহনী সিডিএ মার্কেট এলাকা থেকে ছুরিকাঘাতে আহত আজিম নামে এক যুবককে রাত সাড়ে ১০টায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে তাকে ছুরি মারা হয়েছে।
ডবলমুরিং থানার এসআই সাহাব উদ্দিন জানান, নিহত আজিমের বাবা নেই। মা আছে। তারা ১ ভাই ৩ বোন। বোনেরা গার্মেন্টে চাকরি করে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর।