খুলনার পাইকগাছা দেলুটি ইউনিয়নে ঘুর্নিঝড় রেমালে ওয়াবদা ভেঙে প্লাবিত মানুষের মধ্যে বিএনপির পক্ষ থেকে নগত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দল ভাঙ্গন কবলিত এলাকা দেলুটি ইউনিয়নের তেলিখালীতে পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানের জন্য আসেন।
এলাকা পরিদর্শন শেষে আর্থিক সহায়তার জন্য সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিশেষ অতিথি কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুল,কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না,জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান,মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা,জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ,সিনিয়র সহসভাপতি আব্দুলাহেল কাফি সখা, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি, মহানগর ছাত্রদলের সভাপতি ইস্তিয়াক আহমেদ ইস্তি।অনুষ্ঠান পরিচালনা করেন পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক।
আর্থিক সহায়তা অনুষ্ঠানে বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সহযোগিতার জন্যে এসেছি।তিনি আপনাদের বিপদের দিনে আপনাদের ভুলে যায়নি।সবসময় আপনাদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।বক্তারা আরও বলেন নদী ভাঙ্গন প্রতিরোধে এই অবৈধ সরকার সম্পুর্ন ব্যর্থ।এছাড়া বক্তারা সরকারের নানা অনিয়ম ও দুনীতির প্রসংগে বক্তব্য দেন। সভা শেষে ক্ষতিগ্রস্ত উপকুল বাসীকে আর্থিক সহায়তা প্রদান করেন।