প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৩, ২০২৪, ৩:৪৭ পি.এম
খুলনার পাইকগাছায় সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার
বিশেষ সংবাদদাতা

খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে ।
রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। থানা সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর দিকনির্দেশনায় এএসআই আলতাফ মাহমুদ ও এএসআই উত্তম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের মোঃ জামাল বিশ্বাস এর ছেলে মোঃ মতিয়ার রহমান বিশ্বাস (৩৪) কে ও একি রাতে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের মোঃ ফকির গাজীর ছেলে মোঃ সোহরাব হোসেন গাজী(৩৫) গ্রেপ্তার করা হয়। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন শুধু সাজাপ্রাপ্ত নয় কোন অপরাধীদের ছাড় পাওয়ার সুযোগ নেই।
Copyright © 2025 দৈনিক সংবাদ ৭১. All rights reserved.