যশোর এক্সপ্রেস ট্রেন চাই! যশোর বাচাও! যশোর জংশন বাচাও!
যশোর এক্সপ্রেস ট্রেনের দাবীতে যশোরবাসীর পক্ষে যশোর কমিউনিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৩ ( তিন) দফা দাবী সমূহ:
১। যশোর এক্সপ্রেস নামে ঢাকা মুখী ২ টি ট্রেন চালু করতে হবে। যশোর এক্সপ্রেসের রুট চুয়াডাঙ্গা, দর্শনা, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর ক্যান্টনমেন্ট, যশোর জংশন, পদ্মবিলা হয়ে ঢাকা যাবে।
২। যশোর ক্যান্টনমেন্ট রেল স্টেশনকে যশোর এক্সপ্রেসের একটি পার্মানেন্ট স্টপেজ হিসেবে ব্যবহার করতে হবে।
৩। যশোর জংশনকে রেলওয়ে দক্ষিণের সদর দপ্তর ঘোষণা করতে হবে।