নওগাঁ জেলার ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বাল্যবিবাহ বন্ধের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভা।
সভায় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আজাহার আলী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, সহকারী ভূমি কর্মকর্তা জেসমিন আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, সফিয়া পাইলট বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রহমান, পলাশবাড়ি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেজিনা আক্তার, ধামইরহাট উপজেলা, ডিজিটাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, উপজেলা ডিজিটাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোসেকুল ইসলাম, সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষকগণ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্টি মিডিয়ার সাংবাদিকগন।