ভোলার মনপুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণার শেষ দুই দিনেও বিভিন্ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার চৌধুরী (দীপক) মোটরসাইকেল প্রতীকের মিছিল ও সমাবেশ করেছেন ভোলার মনপুরা উপজেলার ভোটাররা।
মনপুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কোরালিয়া,শিরাজগঞ্জ,বাংলাবাজার,
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী বুধবার ভোলা মনপুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে ভোটারদের মধ্যে শেষ মুহূর্তে চলছে চুলচেরা বিশ্লেষণ। ২ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সব এলাকায় এগিয়ে রয়েছেন শাহরিয়ার চৌধুরী (দীপক) । হাটবাজারের চায়ের দোকানগুলোতে লোকজনকে কাকে ভোট দেবে জিজ্ঞাসা করলে শাহরিয়ার চৌধুরী (দীপক) নামই বারবার উঠে আসছে।
অসহায় মানুষের বন্ধু পরীক্ষিত রাজনৈতিক নেতা হিসেবে জনগণের রায় তাঁর পক্ষেই যাবে বলে সবার ধারণা।ভোলার মনপুরা উপজেলার সকল তরুন বৃদ্ধ কৃষক শ্রমিক ভোটাররা দেশ বুলেটিন কে জানান, শাহরিয়ার চৌধুরী (দীপক) নম্র-ভদ্স্বভাবের মানুষ। তাঁর সঙ্গে কথা বলা যায়। যে কারণে বেশির ভাগ ভোটারদের ভোট তাঁর পক্ষে যাবে।
সাধারণ জনগণ জানান শাহরিয়ার চৌধুরী দীপক দশ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা কালিন কারো কোনো প্রকার ক্ষতি করেন নি। আরো বলেন শাহরিয়ার চৌধুরী দীপক সবসময় সুখে দুখে আমাদের পাশে ছিলেন আছেন থাকবেন।
শাহরিয়ার চৌধুরী দীপক বলেন‘উপজেলায় সব এলাকায় আমার ভোট রয়েছে। প্রতিটি এলাকায় আমার কর্মী-সর্মথকদের পাশাপাশি নারী সর্মথকরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন।’ ভোটের দিন সবাইকে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রদানের জন্য আহবান জানান তিনি।