মাউশি বিভাগের নির্দেশ উপেক্ষিত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ইউজিসির।। আট মাসেও তদন্ত শুরু করেনি তদন্ত কমিটি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আলী হাসান আলহাজের বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশে ইউজিসির তিন সদস্যের গঠিত তদন্ত কমিটি আট মাস অতিবাহিত হলেও তদন্ত শুরু করেনি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫|০৭|২০২৩ খ্রীঃ তারিখের স্বারক নং-৩৭.০০.০০০০.০৭৯.২৭.০৬২.২৩-২৬৯ এর নির্দেশ মোতাবেক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ০১ নভেম্বর ২০২৩খ্রীঃ তারিখের স্বারক নং ৩৭.০১.০০০০.১৫১.৪৮.০০১.২৩.৪৬১ এর অফিস আদেশে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির আহবায়ক করা হয়েছে ইউজিসির জেনারেল সার্ভিসেস.এস্টেট এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহমদ জাহাঙ্গীর কে। সদস্য করা হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মৌলি আজাদ ও সদস্য সচিব করা হয়েছে একই বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খানকে। কিন্তু তদন্ত কমিটি কি কারণে তদন্ত করছেনা এর রহস্য কি? ইতিমধ্প্রাপ্ত রেজিস্ট্রার আলী হাসান আলহাজের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ উঠেছে।