যশোর সদর উপজেলার তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত হয়েছেন বিশিষ্ঠ ব্যবসায়ী কামাল হোসেন। কয়েকদিন ধরে পক্ষে বিপক্ষে জনসমাবেশ করে তালবাড়িয়া ডিগ্রি কলেজের সভাপতি পদ নিয়ে নানা জটিলতার মধ্য দিয়ে কাটছিল। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ সভাপতি পদে কামাল হোসেনের নাম মনোনয়ন করার মধ্য দিয়ে সমস্যার আপাতত সমাধান হয়েছে।
গত মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে কামাল হোসেনকে সভাপতি হিসাবে মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
তাছাড়া ওই একই পত্রে বিদ্যুৎসাহী সদস্য পদে রেজাউল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। আগামী দুই বছরের জন্য তাদের দুইজনের মনোনয়ন দেয়া হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পত্রে উল্লেখ করা হয়েছে।