সারাদেশের ন্যায় দ্বীপ উপজেলা সন্দ্বীপেও খাওয়ানো হয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল
সারা দেশে শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (১ জুন) সকাল ৯ টায় সারা দেশের ন্যায় চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে শুভ উদ্বোধন হয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের।
সন্দ্বীপ মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মানস বিশ্বাস এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের সময় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ আবু সৈয়দ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ নাজিম উদ্দিন, মগধরা ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মেহেরুন্নেসা, স্বাস্থ্য সহকারী রাসেল, ফারহানা বেগম ও ইউসুপ।
সন্দ্বীপ উপজেলায় সর্বমোট ৩৬১ টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালিত হয়।
লাল ভিটামিন (১২-৫৯ মাস)৫৪১৮৬ পিস আর নীল ভিটামিন (৬-১১ মাস)৬৪৮৬ পিস খাওয়ানো হয় বলে উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়।