আহম্মদ আলী, জেলা প্রতিনিধি,যশোর।
যশোর জেলার বাঘারপাড়া উপজেলায় জহুরপুর ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়। অত্র ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু বাজেট উপস্থাপন করেন।
বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে, এক কোটি ৫৫ লাখ ৯২ হাজার ৬শ’ ৭৭ টাকা, ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫৫ লাখ ২২ হাজার ৮শ’ ৭৭ টাকা এবং উদ্বৃত্ত রাখা রয়েছে ৬৯ হাজার ৮শ’ টাকা।
বেলা ১২টায় ইউপি সচিব এনামুল হকের বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু। এ সময় নুর ইসলাম, আব্দুর রহমান, লোকমান হোসেন, জাহিদ হাসান, শরিফা বেগম, তহমিনা খাতুনসসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণার পর ইউনিয়নবাসী ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।