আহম্মদ, জেলা প্রতিনিধি,যশোর।
যশোরের চৌগাছায় ৩১ মে শুক্রবার বিপুল পরিমান পটল হাটে ওঠে। বাজারে পটল পাইকারি বিক্রি হয়েছে ৪টাকা থেকে সর্বোচ্চ ৮টাকা কেজি করে। তবে পাইকারি বাজারের মধ্যের খুচরা বাজারে ২০টাকা কেজি এবং খুচরা বাজারে ২০ থেকে ৩০টাকা কেজি বিক্রি হয়েছে পটল।
সকাল থেকে বাজারের বিভিন্ন সড়কে পটল বোঝাই ভ্যান, ইজিবাইক ও আলমসাধুর
( ভটভটে)সারিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ব্যবসায়ীরা জানান আজকে প্রায় ২০০ ট্রাক পটল চৌগাছা বড় কাঁচা বাজারে বিক্রি হয়েছে। প্রতি ট্রাকে প্রায় ৩৫০ মণ করে পটল লোড হয়। আব্দুর রহমান নামে একজন আড়ৎদা ব্যবসায়ী জানান, তিনি আজ ৮,৪৫০ কেজি পটল বিক্রি করেছেন।