ভাড়াটিয়া/বাড়ীওয়ালা নিবন্ধন ফরম ফিলাপ করে থানায় জমা দেওয়া একটি চলমান প্রক্রিয়া। থানায় অনেক অভিযোগ পাওয়া যায় য, তাঁর ভাড়াটিয়া খুব খারাপ প্রকৃতির লোক, ঠিক মতো ভাড়া দেয় না, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত, ভাড়া চাইতে গেলে ক্ষতি করার হুমকি দেয়, বাসা ছাড়ে না। কোনো কোনো ভাড়াটিয়া অপরাধ করে পালিয়ে যায়, কিন্তু বাড়ীওয়ালা তাদের সঠিক নাম ঠিকানা দিতে পারেন না। নিয়ম হলো, নতুন ভাড়াটিয়া আসলেই তার তথ্য ফরম পূরণ করে থানায় জমা দিতে হবে। তাই এখনও যাঁরা এ ফরম পূরণ করে থানায় জমা দেননি তাদের জন্য ফরমটি পোস্ট করা হলো। জরুরী ভিত্তিতে ফরমটি পূরণ করে থানায় জমা দিন এবং আপনার নিকট এক কপি ফাইলে সংরক্ষণ করুন। পাশাপাশি আমার একটা ব্যক্তিগত পরামর্শ-আপনার বাসা যাকে ভাড়া দিবেন তার স্থায়ী ঠিকানার ইউপি চেয়ারম্যান/সিটি কাউন্সেলর এর নিকট হতে নাগরিকত্ব সনদপত্র এবং ইউপি সদস্যের মোবাইল নম্বর আপনার নিকট ফাইলে সংরক্ষণ করবেন। ইউপি সদস্যের নিকট ফোন করে জেনে নিন আপনার ভাড়াটিয়া আসলে ঐ এলাকার স্থায়ী বাসিন্দা কিনা এবং তিনি কেমন লোক। এভাবে যাচাই করে ভাড়া দিলে কেহ আপনাকে ব্লাক মেইল করে বাসা ভাড়া নিতে পারবে না এবং আপনিও থাকবেন ঝামেলা মুক্ত। ভাড়াটিয়া পেতে দেরি হলে যে ক্ষতি, দুষ্টু ভাড়াটিয়া আসলে তারচেয়ে বেশি ক্ষতির আশংকা রয়েছে। দুষ্ট গোরুর চেয়ে শুন্য গোয়াল অনেক ভাল। ধন্যবাদ অফিসার ইনচার্জ টংগী পশ্চিম থানা গাজীপুর এর পক্ষ থেকে সকলের নিকট থেকে সহযোগিতার আহব্বান আশা করছি।