গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের কার্যকরী কমিটির আলোচনা সভায় পুলিশ কমিশনার, জি এম পি মহোদয়ের অংশগ্রহণ।
গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সংগঠনের কার্যকরী কমিটির আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ অবস্থিত কাজী বদরুদ্দোজা মিলনায়তনে সকাল ১১ ঘটিকায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব জাহিদ আহ্সান রাসেল, এমপি।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ব্যাবসায়ী দের উদ্দেশ্যে তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চাকা কে সচল রাখতে মূল ভূমিকা পালন করে। কাজেই ব্যবসার কার্যক্রম যাতে সুন্দর পরিবেশে নির্বিঘ্নে পরিচালনা করা যায় এবং কোন প্রকার আইনশৃংঙ্খলা জনিত কারণে ব্যবসা যাতে বাধাগ্রস্থ না হয় সে বিষয়ে পুলিশ সব সময় কাজ করবে। তিনি আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের সামগ্রিক অগ্রগতির সাথে তাল মিলিয়ে ব্যবসার পরিধি আরও বড় করতে হবে। ছোট ব্যবসা থেকে বড় ব্যবসার দিকে ঝুঁকতে হবে। তবেই দেশ আরো উন্নত সমৃদ্ধ হবে।একই সাথে মনে রাখতে হবে যে, সততা ব্যবসার অন্যতম শর্ত। ব্যবসার ক্ষেত্রে সবাইকে সৎ থাকতে হবে। ছেলে মেয়েদের পড়াশুনা শিখাতে হবে যাতে তারা ভবিষ্যতে আরো বড় ব্যবসায়ী অথবা আরো বেশি প্রতিষ্ঠিত ব্যাক্তি হতে পারে। শুধু মাত্র অন্যের দোষ ত্রুটি ধরায় সব সময় ব্যস্ত থাকলে চলবে না, নিজেকে জানতে হবে। নিজের ভুল গুলো শুধরে অন্যকেও উৎসাহিত করতে হবে ভাল হওয়ার জন্য। তবেই আমাদের দেশ সুন্দর হবে। দেশ আমাদের কি দিল তার চেয়ে বড় কথা আমরা দেশ কে কি দিলাম সেটা নিয়ে চিন্তা করা। পরিশেষে তিনি সবার মঙ্গল কামনা করে তাঁর বক্তব্য শেষ করেন।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন সরকারি দফতরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ সহ আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।