কিশোর গ্যাং নিয়ন্ত্রনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানা এবং টঙ্গী পূর্ব থানার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে খরতৈল, গুটিয়া, কলেজ গেইট, সফিউদ্দিন রোড, তিলারগাতি, সিংবাড়ি, বড় দেওড়া, মুদাফা, মিলগেইট, জিন্নাতমহল্লা বস্তি, মাজার বস্তি, কাঠালদিয়া বস্তি, নামার বাজার বস্তি, দত্তপাড়া, নদী বন্দর,ব্যাংকের মাঠ, কেরানীর টেক, মরকুন বালুর মাঠ, জোড়া খাম্বা, মধুমিতা রোড ও নতুন বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর ৭৮ জন সদস্যকে আটক করা হয়। যারা বিভিন্ন অন্ধকার অলি গলি ও খোলা মাঠে নিরব এলাকায় জড়ো হয়ে সংঘবদ্ধভাবে অবস্থান করছিল। তাদের মধ্যে ৫৮ জন কিশোরের পিসিপিআর যাচাই করে সন্তোষজনক হওয়ায় তাদের স্ব স্ব অভিভাবকদের থানায় ডেকে কাউন্সিলিং ব্রিফিং প্রদান করতঃ প্রত্যেকের মুচলেকা গ্রহন করে অভিভাবকদের জিম্মায় প্রদান করা হয় এবং ১৬ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়। বাকী ০১ (এক) জনের নিকট ৫৯(ঊনষাট) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়ায় তার বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানার মামলা নং-০১, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ এবং ০৩ জনের নিকট ডাকাতি প্রস্তুতির সরঞ্জামাদি পাওয়ায় তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানার মামলা নং-০১, ধারা-পেনাল কোডের ৩৯৯/৪০২ রুজু করা হয়।
সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কিশোর অপরাধ নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।